Rajasthan News:রাজস্থানের ঝালাওয়াড়ে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ,কী পরিস্থিতি?
ABP Ananda LIVE : রাজস্থানে স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ। ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৪ প্রাইমারি স্কুলপড়ুয়ার মৃত্যু।ধ্বংসস্তূপের তলায় আরও স্কুলপড়ুয়ার আটকে থাকার আশঙ্কা
দুর্ঘটনায় জখম অন্তত ৩০ জন স্কুলপড়ুয়া। রাজস্থানের ঝালাওয়াড়ে মর্মান্তিক দুর্ঘটনা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বাইরে বার করার চেষ্টা চলছে।ভরা বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ির ছাদ। মরুরাজ্যের ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে মৃত্যু হল চার শিক্ষার্থীর । ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক ডজন শিক্ষার্থী আটকে রয়েছে বলে আশঙ্কা।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রায় ৬০-৭০ জন শিশু ছিল স্কুলে । চলছিল ক্লাস। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। গ্রামবাসী, শিক্ষক এবং স্কুল কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন। পরে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্কুল ভবনটি বেশ কিছুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামত বা পুনর্নির্মাণের কাজ করা হয়নি। উদ্ধার অভিযান চলছে।


















