Ranchi Lawyer Arrest: ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার রাঁচির আইনজীবী, ৬ দিনের পুলিশ হেফাজত | Bangla News
৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার রাঁচির আইনজীবী, ৬দিনের পুলিশ হেফাজত
পার্ক সার্কাসের শপিং মল থেকে ৫০ লক্ষ টাকা-সহ গ্রেফতার আইনজীবী রাজীব কুমার
‘রাঁচি হাইকোর্টে কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা’
‘মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা দাবি আইনজীবীর’
‘শেষে ১ কোটি টাকায় ব্যবসায়ীর সঙ্গে রফা আইনজীবীর’
রফার কিস্তি বাবদ ৫০ লক্ষ টাকা নিতে এসে হাতেনাতে পাকড়াও: সূত্র
পার্ক সার্কাসের শপিং মল থেকে আইনজীবীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ
কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশির হুমকিও দিত আইনজীবী রাজীব কুমার, অভিযোগ ব্যবসায়ীর
‘৬০০-রও বেশি জনস্বার্থ মামলা করেছেন ধৃত আইনজীবী রাজীব কুমার’
‘ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও খনি-দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা’
হেমন্ত সোরেনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন ধৃত রাজীব কুমার: পুলিশ সূত্র
জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে শহরের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচির আইনজীবী রাজীব কুমার। দরাদরি করে প্রথমে ৪ কোটি ও শেষপর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়। গতকাল প্রথম দফার ৫০ লক্ষ টাকা নেওয়ার সময় ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ।