RG Kar Protest: প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঝোঁকেনি শিরদাঁড়া, প্রতিবাদ আঁকড়েই পুরসভায় তপোব্রত রায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে গতকাল রেড রোডে আটক। প্রায় ৪ ঘণ্টা পর ময়দান থানা থেকে ছাড়তেই যান ধর্মতলার অনশনমঞ্চে। আজও 'উই ডিম্যান্ড জাস্টিস' লেখা ব্যাজ পরে গেলেন কলকাতা পুরসভায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়।
আরও খবর...
টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার। 'যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল', জানিয়েছেন সওকত মোল্লা। আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শাসক বিধায়ক।
আর জি কর-এর জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার অনশনে বসলেন লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। ৩৬ ঘণ্টার অনশন চলছে লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজে। অনশনে অংশ নিয়েছে কিং জর্জ মেডিক্যাল কলেজের ২ চিকিৎসক। অভয়াকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিরাপত্তায় সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্টেরও দাবি তুলেছেন তাঁরা।