Russia Earthquake : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৭
ABP Ananda Live: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮ দশমিক ৮। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার সাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয়। প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এই এলাকাতেই পরমাণু অস্ত্র মজুত রাখে আমেরিকা ও রাশিয়া। প্রবল ভূমিকম্পে সেই বিপুল পরমাণু অস্ত্রের ভাঁড়ারের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা। জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কা। সমস্ত কর্মীকে পারমাণবিক কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে।
জাপানের টোকিওয় আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ। গত ২৪ ঘণ্টায় আলাস্কা সংলগ্ন এলাকায় ২০০-রও বেশি কম্পন অনুভূত। জাপান, আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি। ওই সমস্ত এলাকার উপকূল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কুড়ি ফুটেরও বেশি উঁচু ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা।


















