আনন্দ সকাল (৪): ঢিমেতালে চলছে ব্যারেজের লকগেট মেরামতির কাজ, বৃহস্পতিবারের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে ধোঁয়াশা
দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙেছিল শনিবার সকালবেলা। এর ফলে বেড়েছে জলসঙ্কট, ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুৎ উৎপাদনেও। মেরামতির কাজ শুরু হলেও গতি খুবই ধীর। কারণ হিসেবে জানা যাচ্ছে, বালির বস্তা ফেলে গতকাল জল আটকানোর কাজ শেষ হয়ে গেলেও এখনও চুইয়ে চুইয়ে জল বেরোচ্ছে বলেই ঢিমেতালে হচ্ছে সেই কাজ। সেচ দফতরের আধিকারিকরা পৌঁছেছেন। পাম্প দিয়ে জল বের করে আনার কাজও চলছে সমানতালে।
গতকালই গ্রেফতার করা হয়েছে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। দুষ্কৃতীদের গুলিতে জখম হন তিন তৃণমূল কর্মী। গতকাল সকালে পালানোর সময় ধরা পড়ে যায় বিশাল। ক্যানিংয়ের জীবনতলা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে চার চারটি খুনের অভিযোগ রয়েছে। অভিযোগ, ১০ অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণু মাল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বিশাল ও তার সঙ্গীরা। দেহ খণ্ডিত করে ফেলা হয় বিভিন্ন জায়গায়। মুণ্ডহীন ধড়ের একাংশ উদ্ধার হলেও, এতদিন কাটা মুণ্ডের সন্ধান মেলেনি। পুলিশের দাবি খুনের কথা স্বীকার করেছে বিশাল দাস।