এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে সন্ধ্যারতি, সকাল থেকে শক্তির আরাধনা
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। রীতি মেনে হয়েছে সন্ধ্যারতি। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। লোকগাথা অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব৷ কথিত আছে, পাল রাজত্বের সময়কালে স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷ ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হয় ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।এদিন পুজো দিয়েছেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement