২০২১-এ অ্যাডভান্টেজ বিজেপি, মন্তব্য রুদ্রনীলের
লকডাউনে সোশাল মিডিয়ায় রুদ্রনীল ঘোষের একটি কবিতা ভাইরাল হয়েছিল। কিন্তু, বিধানসভা ভোটের আগে তিনি যাঁদের সঙ্গে মিশছেন, তাতে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই আগুনে আরও ঘি ঢেলেছে রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিজেপিতে যোগ দেব কিনা এখনও সিদ্ধান্ত নিইনি। তবে যারা বিকল্পের কথা বলছেন, এটা একটা গণতান্ত্রিক স্বাধীনতার জায়গা এবং তারা যে সব ভুল বলছেন, এমনটা নয়।’
বুধবার রাতে রুদ্রনীল ঘোষের বাড়িতে গেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কথা হয়েছে। তাহলে কি রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান প্রায় চূড়ান্ত?
বিধানসভা ভোটের আগে শুধু বিজেপিকে এগিয়ে রাখাই নয়, তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছেন তিনি। এই অভিনেতার বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। বাকি কেউ ওঁর কথা শোনে না। চল্লিশ শতাংশ মানুষ নিজের মতো চলেন। তারা এটা ঘটালে ব্যবস্থা নেওয়া হয় না। ষাট শতাংশ ভাল মানুষ কোণঠাসা। যাবতীয় দায়িত্ব মমতার কাঁধে। মানুষের টাকা পকেটে পুরেছে। এর থেকে বড় অপরাধ হয় না। কিছু উন্নয়ন হয়েছিল। না হলে ৩৪ বছর ক্ষমতায় থাকে কী করে? তৃণমূলে কারও শাস্তি হয়নি। বাকিরা সাহস পেয়েছে। মমতা যাদের নিয়ে চলছেন, কজন বিশ্বস্ত তা নিয়ে সংশয়।’