ফটাফট: নিম্নচাপ কেটে রোদ ঝলমলে আকাশ মহাষ্টমীতে, বিধি মেনে কুমারী পুজো বেলুড় মঠে
আজ মহাঅষ্টমী। ষোড়শ উপাচারে চলছে দেবীর পুজো, বিধি মেনে পুষ্পাঞ্জলি। যোগ্য সঙ্গত দিয়েছে আবহাওয়াও। নিম্নচাপের কালো মেঘ কেটে ঝলমলে হয়েছে আকাশ। নিউ নর্মালে বিধি মেনে বেলুড় মঠে হচ্ছে কুমারী পুজো । সকালে অনুষ্ঠিত হয় সন্ধিপুজো। করোনা আবহে নিয়মে ব্যতিক্রম বাগবাজার সর্বজনীনে। ১৯৪৭-এর পর এ বছর হল না বীরাষ্টমীর লাঠি খেলা । বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরছে বাংলাদেশের দিকে। নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই আবহাওয়ার উন্নতি। ৯০ বছরে পা দিল কুমারটুলি সর্বজনীনের পুজো। এবার সুন্দরবনের ঝড় বিধ্বস্ত একটি গ্রামের দায়িত্ব নিয়েছে এই পুজো কমিটি। মানবতার আবাহনে সেরার শিরোপা পেল কুমারটুলি সর্বজনীন। কলকাতার বুকে আস্ত একটা খামার বাড়িকে পুজোর থিম হিসাবে ভেবেছে শ্যামাপল্লি শ্যামা সঙঘ। দৃশ্য ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে এই পুজো । দেখুন অন্যান্য খবর।