ফটাফট: কাজ করব আমরা, নাম কিনবে ওরা? মাঝেরহাট ব্রিজ প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। টাকার হিসেব দিন কটাক্ষ বিজেপি-র, সঙ্গে অন্য খবর
ভোটের মুখে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানুয়ারিতে আরও ৩ শতাংশ DA পাচ্ছেন সরকারি কর্মীরা। নবান্নে তৃণমূল সমর্থিত সংগঠনের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। কর্মচারীদের সব চাহিদা পূরণ হয়েছে? খোঁচা কংগ্রেসের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ২৪৬ জন। মৃত্যু ৪৯ জনের।
দৈনিক সংক্রমণ ও মৃত্যর নিরিখে শীর্ষে কলকাতা।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল Sagar Dutta Medical College and Hospital-র অধ্যক্ষা হাসি দাশগুপ্তের। Coorna-য় মৃত্যু জলপাইগুড়ির এক চিকিৎসকেরও। কোভিড মুক্তির পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। মৃত্যু কলকাতার এক চিকিৎসকেরও।
রাজ্যে করোনায় RTPCR টেস্টে আরও কমল খরচ। ১২৫০ টাকার বদলে নেওয়া হবে এবার সর্বোচ্চ ৯৫০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
করোনা আবহে শিল্পের খোঁজে রাজ্যে শুরু ইনফোকোম। রাজ্যে উইপ্রোর আরও লগ্নি, জানালেন মুখ্যমন্ত্রী।
করোনা কালের আগে যে পরিমাণ বিমান পরিষেবা চলত, তার ৮০ শতাংশ অন্তর্দেশীয় বিমান চালানোর সিদ্ধান্ত কেন্দ্রের।
পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, পরপর অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে যোগ দিলেন একাধিক অনুষ্ঠানে। তবে একবারের জন্যও রাজনীতির কথা শোনা গেল না তাঁর মুখে।
হলদিয়ায় দুর্গাচকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে একই মঞ্চে লক্ষণ শেঠ। এবার কি তৃণমূলের পথে প্রাক্তন সংসদ লক্ষণ শেঠ? তুঙ্গে জল্পনা। রাজনীতির বিষয় নয়, দাবি করেছেন কুণাল ঘোষ।
কাজ করব আমরা, নাম কিনবে ওরা? মাঝেরহাট ব্রিজ প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। টাকার হিসেব দিন কটাক্ষ বিজেপি-র।
কৃষকদের দাবি নিয়ে কেন্দ্রের ম্যারাথন বৈঠক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস।