৭ মাস পর যেন প্রাণ ফিরেছে স্টেশনগুলিতে, টিকিয়াপাড়ায় কামরায় লাগল কোভিড-বিধি, কাটা হল গোল দাগ
হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে চলছে ট্রেন চালানোর প্রস্তুতি। বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রেন স্যানিটাইজ করার প্রক্রিয়া। ৫ গজের দূরত্ব রেখে কাটা হয়েছে গোল গোল দাগ। থার্মাল চেকিং ছাড়াও রেলের কামরায় লাগানো হয়েছে পোস্টার। যেখানে কোভিড স্বাস্থ্যবিধি লেখা রয়েছে।
কালীপুজোর আগে, বুধবার থেকেই রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। রেল সূত্রে খবর, প্রতিদিন ৬৯৬টি ট্রেন চলবে রাজ্যে। এর মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেন চলবে। হাওড়া ডিভিশনে ২০২টি ট্রেন চলবে। বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে। ইতিমধ্যেই রেলের তরফে স্টেশনে স্টেশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লোকাল ট্রেন চালু হলে ভিড় নিয়ন্ত্রণই রাজ্য ও রেলের কাছে প্রধান চ্যালেঞ্জ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)