এক্সপ্লোর
আজ নন্দীগ্রামে Suvendu Adhikari, অংশ নেবেন রাস উৎসব ও নগর কীর্তনে
নন্দীগ্রামে রাস উৎসব। সেই উৎসবের সূচনা করবেন Suvendu Adhikari।
নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে এই রাশ উৎসব। রাস উৎসবের মঞ্চে Suvendu Adhikari-র আসার কথা রয়েছে। এখানে শুধু রাস উৎসবের উদ্বোধন করবেন এমনটাই নয় পাশাপাশি নগর কীর্তনেও অংশ নেবেন Suvendu Adhikari।
রাস উৎসবের মঞ্চ থেকে থানার পর্যন্ত নগরকীর্তন হবে। রেয়াপাড়া থেকে একটি বাইকে মিছিলে করে এসে পৌঁছাবেন রাস উৎসবে। তবে তার সঙ্গে এই উৎসবের কোনও যোগ নেই বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
নন্দীগ্রামের বিধায়ক হলেও রাস উৎসব প্রাঙ্গনে অবশ্য শুভেন্দু অধিকারীকে জনসেবক হিসেবে উল্লেখ করে পড়েছে পোস্টার।
নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে এই রাশ উৎসব। রাস উৎসবের মঞ্চে Suvendu Adhikari-র আসার কথা রয়েছে। এখানে শুধু রাস উৎসবের উদ্বোধন করবেন এমনটাই নয় পাশাপাশি নগর কীর্তনেও অংশ নেবেন Suvendu Adhikari।
রাস উৎসবের মঞ্চ থেকে থানার পর্যন্ত নগরকীর্তন হবে। রেয়াপাড়া থেকে একটি বাইকে মিছিলে করে এসে পৌঁছাবেন রাস উৎসবে। তবে তার সঙ্গে এই উৎসবের কোনও যোগ নেই বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
নন্দীগ্রামের বিধায়ক হলেও রাস উৎসব প্রাঙ্গনে অবশ্য শুভেন্দু অধিকারীকে জনসেবক হিসেবে উল্লেখ করে পড়েছে পোস্টার।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি

Advertisement