এক্সপ্লোর
Weather Update: রবিবার থেকে মেঘ কাটবে, নামবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের
শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ...মাঝেমধ্যেই নামল বৃষ্টি। আবহবিদরা জানিয়েছেন, রবিবার থেকে মেঘ কাটবে। নামবে পারদ। আগামী সপ্তাহের শুরুতেই শীতের আমেজ কলকাতায়। আলমারি থেকে সোয়েটার-চাদর-মাফলার বের করার দিন এসে গেল বলে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে আগামী তিন দিন নামতে পারে তাপমাত্রা। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি। কমবে পূবালি হাওয়ার প্রভাব। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামার সম্ভাবনা। সব মিলিয়ে শনিবার কলকাতার আকাশ ছিল মেঘলা। কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় বৃষ্টি হয়েছে ২২.৬ মিলিমিটার। কলকাতার পাশাপাশি শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয়েছে হয় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায়। অসময়ে এই বৃষ্টিপাতে সমস্যায় বাঁকুড়ার রায়পুর সিমলাপাল এলাকার ধান চাষিরা। খামারে মধ্যে থাকা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
আরও দেখুন

















