West Bengal Election 2021: এবার সরাসরি ট্যুইট যুদ্ধে Kailash Vijayvargiya ও Prashant Kishore, ' দু’অঙ্ক টপকাবে না BJP', বলছেন PK
একুশের বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি? এবার এ নিয়েই সরাসরি ট্যুইট-যুদ্ধে জড়ালেন কৈলাস বিজয়বর্গীয় এবং প্রশান্ত কিশোর। ট্যুইটে তৃণমূলের ভোটকুশলী পিকে-র চ্যালেঞ্জ, এবার দু’অঙ্ক পেরোবে না বিজেপি। পাল্টা বিজেপির দাবি, গেরুয়া ঝড়ে উড়ে যাবেন ভোটকুশলী নিজেই। সাম্প্রতিককালে একের পর এক বঙ্গ সফরে এসে ২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার ভবিষ্যদ্বাণী করেছেন অমিত শাহ। তাৎপর্যপূর্ণভাবে এই পরিস্থিতিতে ট্যুইট করে প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিজেপিকে সাহায্যকারী কিছু সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে। কিন্তু, বাস্তবটা হল দু’অঙ্কের সংখ্যা পেরোতেও বিজেপিকে কষ্ট করতে হবে। দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব।

















