West Bengal Elections 2021: বক্তব্যে রবীন্দ্রনাথের জন্মস্থান বিভ্রাটের পর এবার শ্রীচৈতন্যের দীক্ষাস্থান নিয়ে বিতর্কে JP Nadda
শ্রী চৈতন্যদেবের দীক্ষাস্থান ঘিরে বাধল বিতর্ক। গত ৯ জানুয়ারি কাটোয়ায় গিয়ে জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দিরে শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই দাবি ভিত্তিহীন বলে দাবি করে প্রচারে নেমেছে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
গত ৯ জানুয়ারি পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুরে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দাবি করেন, ওই মন্দিরেই দীক্ষা নেন নিমাই। তাঁর এই দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। গবেষকদের দাবি, ১৫১০ খ্রীষ্টাব্দের ২৯ মাঘ, কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে বৈষ্ণব সাধক কেশব ভারতীর কাছে দীক্ষা নেন নিমাই। দীক্ষার পর তাঁর নাম হয় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য। ১৮৩৯ খ্রীষ্টাব্দে জগদানন্দপুরে রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয়। একাধিক গ্রন্থে এই তথ্যের উল্লেখ আছে বলে দাবি করেছেন লোকংস্কৃতি গবেষকরা।