Abhishek Banerjee: 'প্রধানমন্ত্রীর-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মহামারী আইন লাগু হওয়া উচিত', অভিষেক বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। মোদি সরকারের নির্দেশের পরও, দিল্লিতে কর্মিবর্গ মন্ত্রকে রিপোর্ট করেননি আলাপন বন্দ্যোপাধ্যায়! তার পরিবর্তে নির্ধারিত দিনেই অবসর নিয়ে নেন তিনি।
এরপরই ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসারকে শোকজ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের জন্য, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, ৩ দিনের মধ্যে সেই ব্যাখ্যা চাওয়া হয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে।
শোকজের জবাব দেওয়ার জন্য ৩ দিনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)