Bengal District News: ভ্যাকসিনে ভয় কাটাতে বাড়ি বাড়ি ঘুরছেন সোনারপুর উত্তরের বিধায়ক
উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) হিসেবে চেয়ে বিতর্কিত মন্তব্যের জের, দিনহাটা (Dinhata) থানায় বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের (TMC)। কোচবিহারের কোতোয়ালি, বক্সীরহাট থানাতেও দায়ের অভিযোগ। আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন। আজ তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি, জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে জেলা বিজেপির আরও ৬ পদাধিকারীও যোগ দিতে পারেন তৃণমূলে। ভাটপাড়ায় (Bhatpara) বোমাবাজি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন এক এসআই। ডিভিসি-র (DVC) ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা। দামোদরের বাঁধ উপচে পড়ে জল ঢুকেছে হরিহরপুর, মুচিপাড়া-সহ একাধিক গ্রামে। কোচবিহারেও (Cooch Behar) তৃণমূলে যোগদানের হিড়িক। ৩০০টিরও বেশি পরিবার যোগ দিল তৃণমূলে। করোনার ভ্যাকসিন (Corona Vaccine) নিতে ভয় কাটানোর উদ্যোগ। বাড়ি বাড়ি গিয়ে আদিবাসীদের বোঝালেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম।