Behala Art Festival: দেশ-বিদেশের শিল্পীদের সৃষ্টিকে সঙ্গী করে শুরু হল ‘বেহালা আর্ট ফেস্ট’ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দেশ-বিদেশের শিল্পীদের সৃষ্টিকে সঙ্গী করে শুরু হল ‘বেহালা আর্ট ফেস্ট’। ভাস্কর্য ও স্থাপত্যকলার মাধ্যমে যেন কথা বলে উঠেছে ইতিহাস। এবার এই শিল্প-উৎসবের পঞ্চম বর্ষ।
আরও খবর...
আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত ১ জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ । ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। এই অ্যাপের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা, খবর সূত্রের।
ভরা পৌষে বর্ষার আমেজ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা থেকে শুরু করে জেলা। আজ কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।