Bengal District Stories: কথা থাকলেও সেফ হোম হচ্ছে না গ্লেনারিজে
করোনাকালে (Corona) ফের অমানবিকতার ছবি। টাকা দিতে না পারায় করোনা রোগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল সোদপুরের নার্সিং হোমের বিরুদ্ধে। পরিবারের কেউ যোগাযোগই করেননি, অভিযোগ উড়িয়ে দাবি কর্তৃপক্ষের। করোনা রোগীদের চিকিৎসায় উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বিভিন্ন হাসপাতালে বাড়তে চলেছে বেড। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেডের সংখ্যা আরও ৪০০টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহারের শীতলকুচিতে নির্বাচনের দিন নিহত পাঁচজনের পরিবারের হাতে চাকরির নিয়োগ সংক্রান্ত নথিপত্র তুলে দিল জেলা প্রশাসন। বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে ভার্চুয়াল সেমিনারের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিতর্কে বিশ্বভারতী। প্রশ্নের মুখে সেমিনার বাতিল। ডিলিট করা হল বিজ্ঞপ্তি। দার্জিলিংয়ে (Darjeeling) বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। কথা থাকলেও ঐতিহ্যবাহী রেস্তোরাঁ গ্লেনারিজে হচ্ছে না সেফ হোম, জানাল প্রশাসন। বাড়িতে ব্যবহার করার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করলেন দুর্গাপুরের এনআইটির অধ্যাপক, ছাত্র ও প্রাক্তনীরা।