(Source: ECI/ABP News/ABP Majha)
Bengal Top Stories: ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ওই কেন্দ্র থেকে লড়বেন মমতা
জামিন নয়, নারদকাণ্ডে আপাতত গৃহবন্দি থাকতে হবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। করোনাযুদ্ধে জড়িতদের ভার্চুয়ালি প্রশাসনিক কাজের অনুমতি দিল হাইকোর্ট। অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ গঠন করল হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার সকাল ১১টায় চার নেতা-মন্ত্রীর জামিনের ওপর স্থগিতাদেশ নিয়ে শুনানি। মমতার (Mamata Banerjee) জন্য ভবানীপুর ছেড়ে বিধায়ক পদে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chatterjee) ইস্তফা। প্রার্থী হতে পারেন খড়দায়। রাজ্যে একদিনে করোনায় (Corona) ১৫৯ জনের মৃত্যু, ফের ২০ হাজারের কাছে দৈনিক সংক্রমণ। শুধু উত্তর ২৪ পরগনাতেই (North 24 Pargana) ৪৭ জনের মৃত্যু, ৪ হাজার ২৪০ জন আক্রান্ত। কলকাতায় মৃত ৩৩। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনুজ শর্মাকে (Anuj Sharma) সরিয়ে এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। আমফানের পর এবার ইয়াসের ভ্রূকুটি। চলছে নজরদারি।