Coal and Cattle Smuggling Case: বিদেশের ২ ব্যাঙ্কের কিছু অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাইল CBI
কয়লা ও গরু পাচারকাণ্ডে লন্ডন ও ব্যাঙ্কক-এর ২টি ব্যাঙ্কে টাকা পাচার হয়েছে বলে সিবিআইয়ের দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার বিদেশের ওই দুটি ব্যাঙ্কের থেকে নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিল সিবিআই। এর আগে ওই দুটি ব্যাঙ্কের নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়ে ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট-কে সিবিআই চিঠি দিয়েছিল। কিন্তু সূত্রের খবর, ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট জানায়, তথ্য পেতে সময় লাগবে। তাই সিবিআই এবার সরাসরি বিদেশের দুটি ব্যাঙ্কে চিঠি পাঠাল। সিবিআই সূত্রে দাবি, বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টের সূত্রেই এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, দুজনেই জানিয়েছেন, তাঁরা এ সম্পর্কে কিছু জানেন না।