COVID Update: সংক্রমণ রুখতে এবার সপ্তাহে ৩ দিন বাজার খোলার সিদ্ধান্ত দক্ষিণ দমদম পুরসভার, ছাড় ওষুধে
করোনা (Corona) সংক্রমণ রুখতে এবার কড়াকড়ি দক্ষিণ দমদম পুর (South Dum Dum Municipality) এলাকায়। ১ জুলাই থেকে সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে বাজার, শপিং মল, মুদির দোকান। সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র ওষুধের দোকানে। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দুপুর ২টো পর্যন্ত বাজার খোলা থাকবে। ১ জুলাই থেকে ১৪ দিনের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে।
এদিকে করোনা (Corona) ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের (Second Wave) মোকাবিলায় ১৫ জুলাই পর্যন্ত আংশিক লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও বেশকিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সোমবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সাংবাদিক বৈঠকে জানান, ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস, অটো এবং টোটো। তবে সংক্রমণের কথা মাথায় রেখে সাধারণ যাত্রীদের জন্য আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন (Local Train) আর মেট্রো রেল (Metro Rail)। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি (BJP)। দলের রাজ্য সভাপতির (Dilip Ghosh) অভিযোগ, করোনা মোকাবিলা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)। রাজ্যে করোনা সংক্রমণের হার এখন আগের থেকে অনেকটাই নিম্নমুখী। স্বাস্থ্য দফতরের (State Health Department) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। গত দুদিনের তুলনায় সংক্রমণ কমলেও কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনা কেড়ে নিয়েছে ৩৫ জনের প্রাণ।