Mamata Banerjee on Yaas: ঝুঁকি নেবেন না, ত্রাণ শিবিরে থাকবেন, বার্তা মুখ্যমন্ত্রীর
‘এই দুর্যোগে একা সরকার সব কিছু করতে পারে না, সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সংবাদমাধ্যমের সহযোগিতা চাইছি। কী ধরনের বিপর্যয় তা দেখতে হবে। সবকিছু ঠিক করতে একটু সময় দিতে হবে। সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু হয়েছে। এখন থেকেই দুর্যোগের আশঙ্কা রয়েছে, আমরা এখন থেকে জায়গা খালি করার চেষ্টা চালাচ্ছি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে। ইতিমধ্যেই ৪ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। ঝুঁকি নেবেন না, ত্রাণ শিবিরে থাকবেন। অনেক সময় বারণ সত্ত্বেও মৎস্যজীবীরা মাছ ধরতে যান। এটা করবেন না। সমুদ্র-নদীতে যাবেন না। ২০ জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ ২০ জেলায় প্রভাব পড়বে। ঘূর্ণিঝড়ের সঙ্গে বৃষ্টিও চলবে। নবান্ন, উপান্ন চলবে। কাল থেকে ৪৮ ঘণ্টা সর্বক্ষণ নজরদারি চলবে। ৫১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। মানুষের প্রাণ যাতে না যায়, সেজন্য দেখতে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। ৪ হাজার সাইক্লোন শেল্টার, স্কুলে শেল্টারের ব্যবস্থা করা হয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।