Bengal District News: তৃণমূলের নামে কুৎসা, বোলপুরে এবার প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা বিজেপির
প্রকাশ্য রাস্তায় দোকান খোলার জন্য তৃণমূল (TMC) নেতা-কর্মীদের সামনেই মুচলেকা লিখছেন বিজেপি কর্মী। নির্দেশ দেওয়া হচ্ছে ক্ষমা চাওয়ার। এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে হুগলির (Hooghly) ধনেখালিতে। তোলা না দেওয়ায় হুগলিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। আক্রান্ত পরিবারের আরও ৪। লাভপুরের পর এবার বোলপুর (Bolpur)। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর জন্য প্রকাশ্যে বিজেপি কর্মীদের ক্ষমাপ্রার্থনা। খড়গপুরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বুথ সভাপতি-সহ গেরুয়া শিবিরের প্রায় ২৫০ কর্মী। ভয় দেখিয়ে এলাকার বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, দাবি পশ্চিম মেদিনীপুরের বিজেপির সহ সভাপতির। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাজের প্রতি অনুপ্রাণিত হয়েই দলবদল, পাল্টা তৃণমূল। উদ্বোধনের আগের মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সেফ হোমে (Safe Home) ভাঙচুর। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার পিছনে রয়েছে স্থানীয়দের হাত।