District Top Story : দক্ষিণ ২৪ পরগনায় শাহ-মমতার সভা, সঙ্গে আরও খবর
বোমায় আহত মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। খবর হাসপাতাল সূত্রে। আজ ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম (SSKM) ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। আনা হচ্ছে আরও ১২ জনকে। গরু পাচার-সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পরিকল্পিত হামলা, দাবি জাকিরের সঙ্গীদের। ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কারণ, তদন্তে পুলিশ। পূর্ণাঙ্গ তদন্তের দাবি আবু তাহেরের (Abu Taher)। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় হামলা, দাবি অধীরের (Adhir Chowdhury)। মন্ত্রীরাও সুরক্ষিত নন, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। তৃণমূল থেকে বহিষ্কৃত মোশারফ হোসেন। আজ দক্ষিণ ২৪ পরগনার দুই ভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের সভা। আজ সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ। গঙ্গাসাগর থেকে পৌঁছবেন নামখানায়। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করবেন। দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। আমডাঙায় সিপিএমে ভাঙন। পাহাড়ে ফের বিমল বনাম বিনয়। আজ পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর জোড়া রোড শো।