Heavy Rain Effect: জলমগ্ন বামনগাছিতে বেহাল নিকাশি ব্যবস্থা, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধে স্থানীয়রা
বর্ষার শুরুতেই ভোগান্তি। জলমগ্ন বামনগাছি (Bamangachi)। বামনগাছির কাজিডাঙায় (Kazidanga ) জমে রয়েছে জল। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এখনও অবরোধ চলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে কাজিডাঙা এলাকার নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। অভিযোগ, বারবার পঞ্চায়েতকে বলা সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফি বছর বর্ষায় এই একই সমস্যার মুখে পড়েন স্থানীয়রা। প্রতিবারই আশ্বাস মেলে কিন্তু সমস্যার কোনওরকম সমাধান হয় না। এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে আজ টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে বারাসাত এক নম্বর ব্লকের বিডিও যান, যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও। তাঁরা দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন কিন্তু নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। এদিকে পাড়ায় পিকনিক নিয়ে ঝামেলার জের। ডোমজুড়ের (Domjur) বাঁকড়ায় বোমাবাজি, ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হলেন ৪ জন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাঁকড়ার পশ্চিমপাড়ায় পিকনিক হচ্ছিল। অভিযোগ, পিকনিকে ডাকা হয়নি বলে সেখানে দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী। গণ্ডগোলের জেরে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। শুরু হয় ইটবৃষ্টি। পরে র্যাফ (RAF) নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।