Heavy Rain Effect: টানা বর্ষণে ফুঁসছে ডুলুং, বিচ্ছিন্ন জামবনি
টানা বৃষ্টিতে ঝাড়গ্রামে ডুলুং নদীর (Dulung River) জল বাড়ায় জামবনির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাতে ঘণ্টাপাঁচেক ধরে মুষলধারে বৃষ্টি হয়। তার জেরে ডুলুং নদীতে জল বেড়ে যায়। নদীর ওপারে বাজার, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস। ফলে যাতায়াতে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।
এদিকে আজও কলকাতায় (Kolkata) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। তার জেরে গতকাল ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হয়। আজও সেই একইরকম পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দফায় দফায় আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) তরফে।