Khela Hobe Diwas: রাজ্যজুড়ে "খেলা হবে" দিবস পালন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যজুড়ে "খেলা হবে" (Khela Hobe) দিবস পালন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা (Mamata Banerjee) জানান, বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, খেলা হবে স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁর ঘোষণা, আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে। কবে তা পালন হবে পরে জানানো হবে বিধানসভায়। জবাবি ভাষণে উল্লেখ মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"। এই স্লোগান তুলে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলে ঘাসফুল শিবির। এই স্লোগানের জেরে নির্বাচন কমিশনের শো-কজ নোটিশের মুখে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যদিও অনুব্রত বলেছিলেন, খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদি, নাড্ডা সাহেব তাঁরাও তো বলছেন খেলা হবে। অসুবিধা কোথায়। খেলা হবে।' উল্লেখ্য, এই স্লোগানের বিরোধিতা করে বিরোধীরা। কমিশনে নালিশও জানায়। গোটা নির্বাচন পর্বে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচার চালায় শাসকশিবির।