Mahesh Rathyatra 2021: প্রথা মেনে খিচুড়ি অন্ন পায়েসেই আজ ভোগ নিবেদন মহাপ্রভুকে
কথায় আছে ‘খিচুড়ি অন্ন পায়েস, এই তিন নিয়ে মাহেশ’। মাহেশের জগন্নাথ মন্দিরে আজ প্রভুকে ভোগ নিবেদন করা হবে। প্রায় শেষের দিকে ভোগ রান্না। আর কিছুক্ষণের মধ্যেই তিন বিগ্রহকে এই ভোগ নিবেদন করা হবে। মাহেশে ভোগ রান্নার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখানে কাঠে ভোগ রান্না হয়, সৈন্ধব লবণ ব্যবহার করা হয়, একইসঙ্গে ব্যবহার করা হয় ঘি। এদিকে, করোনার কোপে বাতিল হয়েছে মাহেশের (Mahesh) রথযাত্রা। মন্দির চত্বরেই তৈরি হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে নারায়ণশিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। হুগলি (Hooghly) জেলার মাহেশ-এর জগন্নাথ মন্দিরের রথই বাংলার প্রাচীনতম রথ, অনুমান ইতিহাসবিদদের। ঐতিহ্যের সেই রথযাত্রা এবার পা দিল ৬২৫ বছরে।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)