Malda Ganges Deadbody: ফের মালদায় গঙ্গায় ভেসে এল দেহ, নবান্নে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
গঙ্গায় মৃতদেহ ভেসে আসা নিয়ে আবারও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে গঙ্গার পাড়ে ফের মৃতদেহ ভেসে আসায় আতঙ্ক ছড়ায় মালদার (Malda) মানিকচকের জোটপাটতা গ্রামে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, একটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, দেহে পচন ধরেছে। কোথা থেকে মৃতদেহটি ভেসে এসেছে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মনে কাঁপন ধরিয়েছে মৃতদেহ ভাসতে থাকার এই দৃশ্য। মনে করিয়ে দিয়েছে জুন মাসের ৫ তারিখের ছবি। ওই দিন একাধিক মৃতদেহ ভাসতে দেখা যায় ভূতনি এলাকার গঙ্গায়। আর এই নিয়েই নবান্নে সাংবাদিক সম্মেলনে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি বলেন, আজও গঙ্গায় মৃতদেহ ভেসে এসেছে। পর পর মৃতদেহ এসেই যাচ্ছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে গঙ্গায় দেহ ভাসিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত এরাজ্যে সরকারিভাবে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গঙ্গা দিয়ে কত মৃতদেহ বেরিয়ে গিয়েছে তার কোনও হিসেব নেই।"