Morning Headline: করোনা আবহে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক কি হওয়া উচিত? ই-মেলে অভিভাবকদের পরমার্শ দেওয়ার আবেদন রাজ্য সরকারের
করোনা আবহে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হওয়া উচিত? আজ দুপুর ২টোর মধ্যে ই-মেলে আমজনতার কাছে পরামর্শ দেওয়ার আবেদন রাজ্য সরকারের। সন্তানদের ভবিষ্যতই সবথেকে গুরুত্বপূর্ণ। ট্য়ুইট মুখ্যমন্ত্রীর।
"রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। মানবতার লজ্জা। ভোটে সামিল হওয়ায় বিরোধীদের শাস্তি দেওয়া হচ্ছে। কেউই জবাব দিচ্ছে না।" ট্যুইট রাজ্যপালের (Jagdeep Dhankhar)। রাজ্যের মুখ্য়সচিবকে তলব। "শান্ত সময়ে উস্কানি কেন?" পাল্টা তৃণমূল (TMC)।
ভাটপাড়ায় দুষ্কৃতীর বোমার আঘাতে মৃত্যু বাইক-ট্যাক্সি চালকের। নিহত দলীয় কর্মী। দাবি অর্জুনের (Arjun Singh)। অস্বীকার তৃণমূলের। গ্রেফতার ১। এদিন বিজেপির (BJP) করোনা বৈঠকেও বাংলার হিংসা প্রসঙ্গ।
"শ্যালকের ছেলে থেকে নিকট আত্মীয়। ৬জনকে অফিসার অন স্পেশােল ডিউটি পদে বসিয়েছেন রাজ্যপাল।" এবার ধনকড়ের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ মহুয়ার (Mahua Moitra)। "ইস্যু না থাকায় রাজ্যপালকে নিশানা"। পাল্টা দিলীপ (Dilip Ghosh)।