Morning Headlines: আজ CPM-র ১২ ঘণ্টা বাংলা ধর্মঘটের ডাক, আজ রাজ্যে খুলছে স্কুল
নবান্ন অভিযানে (Nabanna March) পুলিশি নির্যাতনের অভিযোগ। আজ ১২ ঘণ্টা বাংলা ধর্মঘটের ডাক সিপিএমের (CPM)। সমর্থন জানাল কংগ্রেসও (Congress)। অফিসে আসতেই হবে, কড়া অবস্থান রাজ্যের। ধর্মতলায় বাম-পুলিশ সংঘর্ষ। লাঠিচার্জ, ইটবৃষ্টিতে বেশ কয়েকজন আহত। পাল্টা মৌলালিতে অবরোধ। তাড়া করে হঠাল পুলিশ। বারাসাতে এসএফআইয়ের (SFI) বিক্ষোভের মুখে মদন মিত্র (Madan Mitra)। ভোটে তৃণমূলের (TMC) গুণ্ডাবাহিনীকে রুখবে বিজেপি (BJP), কোচবিহারের সভা থেকে অমিত শাহের (Amit Shah) চ্যালেঞ্জ। গায়ের জোর দেখিয়ে বাংলায় কোনও লাভ হবে না, পাল্টা মমতা (Mamata Banerjee)। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ফের মমতাকে নিশানা অমিত শাহের। কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগ। কোনও টাকাই দেয়নি কেন্দ্র, কাটমানি খাওয়া প্রমাণ না করলে পদত্যাগের চ্যালেঞ্জ। টালিগঞ্জে মাফিয়ারাজ চলছে, জোর করে বেশি কলাকুশলী নিতে বাধ্য করা হচ্ছে, রাজ্য ছাড়ছেন প্রযোজকরা, অভিযোগ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। বিজেপিই সবচেয়ে বড়ো মাফিয়া, পাল্টা সোহম। দিল্লির চাপে পিছু হঠল বেজিং। প্যাংগং থেকে সেনা সরানো নিয়ে সমঝোতার পথে চিন, রাজ্যসভায় জানালেন রাজনাথ (Rajnath Singh)। বামেদের ধর্মঘট নিয়ে আশঙ্কার মধ্যেই আজ থেকে খুলছে স্কুল। এক ক্লাসে একসঙ্গে সব পড়ুয়া নয়, জানাল স্কুল।