Morning Headlines: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ, রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
রাজভবনের (Raj Bhavan) সামনে অফিসফেরত ফারাক্কার যুবকের মর্মান্তিক মৃত্যু। বৃষ্টিতে জলের তলায় রাস্তা। ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর প্রত্যক্ষদর্শীদের। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। জল থৈ থৈ কলকাতার (Kolkata) একাংশ। জলের তলায় এসএসকেএমের (SSKM) একাধিক ওয়ার্ড। হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়ায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ২০ হাজার পার। দৈনিক মৃত্যু ১৩২। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। টানা ৫ দিন জ্বর না থাকলে প্রয়োজন নেই আরটিপিসিআরের (RTPCR), জানাল কেন্দ্র। সংক্রমণের মাত্রা অনুযায়ী করা উচিত অঞ্চলভিত্তিক লকডাউন। তৈরি হোক গাইডলাইন, মত অভিজিৎ বিনায়কের। বদলাচ্ছে চরিত্র, ভারতীয় করোনার স্ট্রেন বিপজ্জনক, বাড়াচ্ছে চিন্তা, সতর্কবার্তা WHO-র। করোনার মোকাবিলায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে লাইন দিয়ে পুজো। কুসংস্কার নয়, চাই সচেতনতা - মত চিকিৎসকদের। বিহার, উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নদীতে পরপর মৃতদেহ। করোনা রোগীর বলে আশঙ্কা। করোনা আবহে এবার মাধ্যমিকেও (Madhyamik Examination) কোপ। আপাতত হচ্ছে না পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, মনে করছে পর্ষদ। পরীক্ষা পিছোবে না এবছরের মতো বাতিল, সরকারের সিদ্ধন্তের অপেক্ষা। ১৩ মে শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল। বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার। দিনহাটার (Dinhata) বিধায়ক পদে ইস্তফা দু-একদিনেই, দাবি নিশীথের।