Narada Case: নারদকাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্য়োপাধ্যায়
নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্য়োপাধ্যায়। মামলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পার্টি করা হলেও হলফনামা জমা নেয়নি কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) হলফনামা নিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। কাল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্য়োপাধ্যায়ের করা মামলার শুনানি হবে। ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মলয় ঘটক। শুক্রবারের পর কাল মলয় মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, বিনয় মিশ্রের (Vinay Mishra) দেশে ফেরার জন্য শর্ত রাখল সিবিআই (CBI)। ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুক বিনয়। সেক্ষেত্রে বিনয়ের বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না। আদালতে জানাল সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ পর্ব করা হোক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এমনটাই দাবি জানিয়েছেন বিনয় মিশ্র। যাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, যাঁর অন্য দেশের নাগরিকত্ব রয়েছে, তাঁকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্ন করার প্রয়োজন নেই। হাইকোর্টে জানাল সিবিআই।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital) সন্তান প্রসব করলেন এক কোভিড (Covid) আক্রান্ত মহিলা। আজ তাঁর জরুরী ভিত্তিতে সিজার করা হয়। ওই প্রসূতি এখন হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ভেন্টিলেশনে রয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।