Petrol Pump Strike: পেট্রোল, ডিজেল, সিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক পাম্প মালিকদের
পেট্রোল, ডিজেল, সিএনজির মূল্যবৃদ্ধির (Petrol Price Hike) প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক। এক দিনের পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ১৫ জুলাইয়ের পর একদিনের প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গাড়ির জন্য সিএনজি-র দামের ক্ষেত্রেও কমিশন নিয়েও ক্ষোভ। সিএনজি-র দাম বৃদ্ধি নিয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অটো ইউনিয়নের। ধর্মঘটের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। ধর্মঘটের কারণে একদিন বন্ধ থাকবে রাজ্যের ২,২০০ পাম্প।
এদিকে একদিন পর ফের বাড়ল পেট্রোলের দাম। উল্টোপথে হেঁটে সামান্য কমল ডিজেলের মূল্য। রবিবার অপরিবর্তিত ছিল পেট্রোল ও ডিজেলের দাম। আজ, সোমবার, লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে, লিটারপ্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা। করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।