Taxi Strike : পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে ট্যাক্সি ধর্মঘটের ডাক AITUC
জ্বালানি তেলের (Fuel) দাম বৃদ্ধির (Price Hike) প্রতিবাদে এআইটিইউসি-র (AITUC) ট্যাক্সি (Taxi) সংগঠন ধর্মঘটের ডাক। ফলে কলকাতার (Kolkata) রাস্তায় হলুদ ট্যাক্সি আজ কম দেখা যেতে পারে। পাশাপাশি মিনিবাসও (Minibus) কম থাকতে পারে বলে জানিয়েছে মিনিবাস সংগঠন।
প্রসঙ্গত, বছরের শুরুতেই লাগাতার চড়েছে পেট্রোল-ডিজেলের (Petrol, Diesel) দাম। ফলে যানবাহন পরিষেবা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের (Essentials) মহার্ঘ্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক (Economics) ক্ষতির আশঙ্কায় অর্থনীতিবিদরা। তবে রাজ্যবাসীকে কিছুটা আশ্বস্ত করতে পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড় (Discount) ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী (Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। রাজ্যের ভাগের সেস থেকে পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি ১ টাকা করে ছাড়ের ঘোষণা করা হয়। রবিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম।