Top Story : ভোটের মুখে সত্যজিত রায়ের নামে পুরস্কার ঘোষণা করল কেন্দ্র, সঙ্গে অন্য খবর
1. জল্পনা বাড়িয়ে হঠাৎ প্রকাশ জাভড়েকর, বাবুলের সঙ্গে বৈঠকে ঋতুপর্ণা, আবীর, পাওলি, মমতাশঙ্কর, তনুশ্রী। এনএফডিসির অনুষ্ঠানে হাজির চুর্নি, অশোক বিশ্বনাথন থেকে নিসপাল। ছিলেন বাবুল সুপ্রিয়।
2. ভোটের মুখে এবার সত্যজিত রায়ের নামে পুরস্কার ঘোষণা করল কেন্দ্র। শিল্পীদের সঙ্গে বৈঠকে একথা জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
3. নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রীর। কালীঘাট থেকে মেট্রোয় সরাসরি পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বরে। প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকায় নাম থাকলেও আসেননি মুখ্যমন্ত্রী।
4. কলকাতা মেট্রোর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত যাত্রাপথের জন্য ভাড়া বাড়ছে না। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
5. কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। দেশে-বিদেশে কোথায়, কটা অ্যাকাউন্ট? কোনও কোম্পানি বা ব্যবসার সঙ্গে যুক্ত কিনা, সূত্রের খবর, এই বিষয়ে জানতে চান সিবিআইয়ের তদন্তকারীরা।