WB Election 2021 Candidate List: তালিকায় মহিলা প্রার্থী ৫০, অগ্রাধিকার তপশিলি জাতি-উপজাতিকেও : মমতা
আজ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এবারের তালিকায় মহিলা প্রার্থী রয়েছে ৫০ জন। তপশিলি জাতির প্রার্থী ৭৯ জন, আদিবাসী প্রার্থী রয়েছেন ১৭ জন। ৮০ ঊর্ধ্বে কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। নির্বাচনে ‘ইয়ং ফেস’ রয়েছে। রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, অদিতি, লাভলি, সায়নী, সোহম এরা সকলের ইয়ং ফেস। বেহালা পূর্বে প্রার্থী রত্না চ্যাটার্জি, সিঙ্গুরে ব্যাচারাম মান্না, খড়দায় কাজল সিনহা, কামারহাটি থেকে মদন মিত্র, মেটিয়াবুরুজে খালিদুর রহমান, ডোমজুর কল্যাণ ঘোষ, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, যাদবপুরে দেবব্রত মজুমদার, শ্রীরামপুরে সুদীপ্ত রায়, শ্যামপুকুর শশী পাঁজা, শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র, কলকাতা বন্দর ফিরহাদ হাকিম।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)