Maha Kumbh 2025: পিকআপ ভ্যান ভাড়া করে কুম্ভ স্নান,মর্মান্তিক পরিণতি পূর্ণার্থীদের
ABP Aanada Live: ট্রেনে টিকিট মেলেনি। জেনারেল কামরায় খুব ভিড়। ওঠা যায়নি। তাই রায়গঞ্জ থেকে পিকআপ ভ্যান ভাড়া করে কুম্ভ স্নান করতে গিয়েছিল ২৫ জন পুণ্যার্থীর একটি দল।কুম্ভ স্নান সেরে ফেরার পথে বিহারের গোপালগঞ্জে দুর্ঘটনা। বাংলা থেকে যাওয়া পূর্ণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ট্রলারে। এক পুণ্যার্থীর মৃত্যু, আহত 24 মৃতের নাম শান্তি মন্ডল। বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলায়। আহতরা উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি। গুরুতর আহত একজনকে আনা হলো কলকাতায়। আর জি করের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হলো আহত সীমা ঢালিকে। কোমর এবং পায়ের হাড় ভেঙেছে তার। আরজি করে অস্ত্রোপচার হয়েছে।
রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণে বার বার উঠে এসেছে অতীত। সংসদে কাগজ ছোড়া থেকে বিধানসভা ভাঙচুরের ঘটনায় বার বার আঙুল উঠেছে তাঁর দিকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার সেই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন সংসদে কাগজ :ছিঁড়েছিলেন, জানালেন। সেই সঙ্গে জানালেন, দল উত্তেজিত হয়ে পড়েছিল বটে। কিন্তু তিনি নিজে কোনও আসবাব ভাঙচুর করেননি।


















