West Bengal Election 2021: BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দিনহাটা, দফায় দফায় বিক্ষোভ-অবরোধ
কোচবিহারের দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, পরিকল্পতভাবে খুন করা হয়েছে মণ্ডল সভাপতিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ দেহ নামাতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেন। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। উত্তেজনা ছড়ায় অন্যত্রও। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসে ভাঙচুর চালানো হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর শুরু হয়ে যায় ধুন্ধুমার।
ঘটনাস্থলে যান দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন।