West Bengal Elections 2021: চাঁপদানিতে বিজেপি কর্মীকে গুলি, হামলার অভিযোগ উড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্বের দাবি তৃণমূলের
হুগলির(Hooghly) চাঁপদানিতে গুলিবিদ্ধ বিজেপি (BJP) কর্মী। গতকাল রাত ৯টা নাগাদ ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর ডান হাতে গুলি লাগে। আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যায় চন্দননগর কমিশনারেটের পুলিশ। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় আহত বিজেপি কর্মী জানিয়েছেন, ‘আমি গাড়ি নিয়ে বাড়ির সামনে ছিলাম। সেই সময় ওখানকার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডলের নেতৃত্বে একজন আমাকে গুলি করে। আমি পালাতে চেষ্টা করি, আমার হাতে গুলি লাগে। তারপর আমি বাড়ির ভিতরে পালিয়ে যাই।’ এই প্রসঙ্গে বিজেপির প্রার্থী দিলীপ সিং (Dilip Songh) বলেন, ‘দিন হোক বা রাত, নিরাপত্তা বলে কিছু নেই। এটাই দিদির প্রশাসন।’ অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে তাঁরা হিংসার রাজনীতি করেন না।