Cost Control of state Government: 'কোভিডে বেড়েছে খরচ', অর্থ দফতরের অনুমতি ছাড়া অন্য খরচে রাশ টানছে রাজ্য
করোনাকালে (Corona Crisis) সরকারি খরচে (Government Expenditure) রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের। ‘অর্থ দফতরের (Finance Depertment) অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়। কোভিডে বেড়েছে খরচ, তাই এই সিদ্ধান্ত, জানাল অর্থ দফতর।
স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) অপদার্থ, মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)। কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। ২০১৯-এর ১ অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা (Interview List) প্রকাশ করা হয়নি? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India) দ্বারা গঠিত বিশেষ কমিটির অন্তর্বর্তী রিপোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা পড়েছে। তাঁর ভিত্তিতেই পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আজ একাধিক নির্দেশ দিয়েছেন। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি (Post Poll Violence in West Bengal) নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ। জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বাধীন বিশেষ কমিটি। পরবর্তী শুনানি ১৩ জুলাই। আজ আদালত জানিয়ে দেয়, 'এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের সব অভিযোগ FIR হিসাবে নথিবদ্ধ করতে হবে। অবিলম্বে পুলিশকে (Police) এই কাজ করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কাঁকুড়গাছির নিহত বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্ত করতে হবে আলিপুর কমান্ড হাসপাতালে (Alipore Command Hospital)। ক্ষতিগ্রস্তদের রেশনের ব্যবস্থা করতে হবে। রাজ্যের কাছে যা রিপোর্ট আছে তাঁর সবকিছু NHRC-র কমিটিকে দিতে হবে। রাজ্যের কাছে যা তথ্য আছে সব মুখ্যসচিব এর দায়িত্বে সংরক্ষণ করতে হবে। যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননা নয়? জানতে চেয়ে শো-কজ নোটিসও ইস্যু করল হাইকোর্ট।