এক্সপ্লোর
পুত্রের মুখাগ্নি করলেন পিতা, সম্পন্ন হল সুশান্তর শেষকৃত্য
ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে সুশান্তের শেষকৃত্য। কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, বান্দ্রা পুলিশ স্টেশনে চিকিত্সকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই সুশান্তর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ। ২ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট মেলার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, দু’ ভাবে শ্বাসরোধে মৃত্যু হতে পারে। এক, গলায় ফাঁস লাগিয়ে।অথবা, বালিশ বা কোনও কিছু দিয়ে মুখ চাপা দেওয়া হলে। এদিকে, পটনা থেকে মুম্বই পৌঁছেছেন সুশান্তর বাবা।
জেলার
ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ রোল অবজার্ভারকে ঘিরে বিক্ষোভ
আরও দেখুন


















