TMC Martyr Rally: মিছিল পৌঁছতে শুরু করেছে মূল মঞ্চের দিকে, বাড়ছে ভিড়
ABP Ananda LIVE: সকাল গড়াতেই মঞ্চের সামনে জনজোয়ার। হাজরা থেকে ট্যাবলো এল ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে নবদ্বীপের তাঁত শিল্পী। কেউ এলেন শাহরুখ খান সেজেও।রঙিন ধর্মতলা। মিছিল পৌঁছতে শুরু করেছে মূল মঞ্চের দিকে। জেলা থেকে শহর বিভিন্ন প্রান্ত থেকে আসছে কর্মী-সমর্থকেরা।
হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে চড়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা। হাওড়া স্টেশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তোরণ তৈরি করা হয়েছে। জেলা থেকে আসা দলীয় কর্মী, সমর্থকদের সহায়তার জন্য তৃণমূলের তরফে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক।


















