Train Accident: ত্রিপুরায় পিকআপ ভ্যানে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের, একাধিক মৃত্যুর আশঙ্কা,
ABP Ananda LIVE : ত্রিপুরায় পিকআপ ভ্যানে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের । ঢালাই এলাকায় এস কে পারা স্টেশনের কাছে দুর্ঘটনা ।একাধিক মৃত্যুর আশঙ্কা, খবর স্থানীয় সূত্রে
Gen Z আন্দোলনে ফের উত্তাল নেপাল, জমায়েত নিষিদ্ধ, জারি হল কার্ফু
অশান্তির পর স্থিতাবস্থা ফিরেছিল। কিন্তু নতুন করে ফের অশান্ত নেপাল। আবারও রাস্তায় নামলেন Gen Z-রা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সবরকমের জমায়েত নিষিদ্ধ হয়েছে সেখানে। কার্ফু জারি হয়েছে ১২টি জেলায়। আন্দোলনকারীদের সঙ্গে পূর্বতন সরকার ঘনিষ্ঠদের সংঘর্ষের খবরও সামনে আসছে। (Nepal Gen Z Protests)
গত সেপ্টেম্বর মাসেই Gen Z আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। সেই আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব পড়ে দেশের রাজনীতিতে। ক্ষমতাসীন সরকারকে ছুড়ে ফেলে দেওয়া হয়। নতুন সরকার গঠিত হয় সকলের সমর্থনে। কিন্তু মাঝে একটি মাসের ব্যবধান। আবারও Gen Z আন্দোলনে তেতে উঠল ভারতের পড়শি দেশ। (Nepal News)
এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, বরা জেলায় সবরকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র কমিউনিস্ট পার্টি, Unified Marxist Leninist (CPN-UML) অনুগামী ও সমর্থকদের সঙ্গে Gen Z-দের সংঘর্ষ বেঁধেছে জায়গায় জায়গায়। রাত ৮টা পর্যন্ত কার্ফুও জারি হয়েছে সেখানে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে নিরাপত্তাবাহিনীকে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে। আগুন, ধোঁয়াও চোখে পড়ে। টায়ার জ্বালিয়ে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।



















