Donald Trump: দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের,H-1B ভিসা আরও দামি করে দিলেন ট্রাম্প
ABP Ananda LIVE : দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরও দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে এই ভিসা পেতে হলে গুণতে হবে ১ লক্ষ মার্কিন ডলার। আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও। 'এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবেন'। নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে, জানিয়েছে হোয়াইট হাউস। আউট সোর্সিং রুখতে এবং দেশে বেকারত্ব ঘোচাতে ট্রাম্পের এই পথ, মনে করছেন বিশেষজ্ঞরা।২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পরীক্ষার নতুন সংস্করণ চালু হবে। এরই মধ্যে দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরও দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।




















