Uttarakhand News: উত্তরাখণ্ডের চামোলিতে ফের ধস, নিখোঁজ ৮
ABP Ananda LIVE: উত্তরাখণ্ডের চামোলিতে ফের ধস, নিখোঁজ ৮ । প্রবল বৃষ্টিতে চামোলির নন্দনগড়ে ধস ধস নেমে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি । বাড়ির মধ্যে আটকে পড়েন ১০ জন । তাঁদের মধ্যে ২ জনকে উদ্ধার করা হয় খোঁজ মেলেনি ৮ জনের । ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, বুধবার রাতে চামোলি জেলার নন্দনগর ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দনগরের ওয়ার্ডে ৬টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, আটজন নিখোঁজ রয়েছেন, আর দু'জনকে উদ্ধার করা হয়েছে। চামোলি জেলা প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জনসাধারণ আতঙ্কিত এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা চলছে কাজ।


















