(Source: ECI/ABP News/ABP Majha)
Vaccine Harassment: ১০ মিনিটের ব্যবধানে দেওয়া হল ডবল ডোজ, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সৌমিত্র খাঁর
সরকারি হাসপাতালে ১০ মিনিটের ব্যবধানে গৃহবধূকে ডবল ডোজ দেওয়ার অভিযোগ উঠল স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার পখন্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরিবারের দাবি, গতকাল ৯ মাসের সন্তানকে নিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে ওই স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে যান ওই গৃহবধূ। অভিযোগ, ১০ মিনিটের ব্যবধানে গৃহবধূকে কোভিশিল্ডের দুটি ডোজ দিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হওয়ায়, ভ্যাকসিন গ্রহীতাকে একঘণ্টা হাসপাতালে বসিয়ে রাখা হয়। আজ ভোরে অসুস্থ বোধ করায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসঙ্গে বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) বলেন, ‘কোন মানুষ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন পাচ্ছেন যা, কোন মানুষকে দুবার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা অনৈতিক। যারা ভ্যাকসিন দেওয়া কাজ করছেন তাঁরা একটু ভালোভাবে কাজ করলে ভালো হত। মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।’