Russia-Ukraine Crisis: ইউরোপে যুদ্ধের দামামা, চাপ বাড়াতে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আমেরিকার|Bangla News
রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধের দামামা। চাপ বাড়াতে মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। গতকাল এই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। কানাডা-সহ একই পথে হাঁটল ব্রিটেন, জার্মানির মতো ইউরোপের একাধিক দেশ। আগেই ইউরোপের বাজার রাশিয়ার জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপিয় ইউনিয়ন। এর আগে ইউক্রেনের (Ukraine) ডোনেত্স্ক ও লুহান্স্ক নামে দু’টি অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করে রাশিয়া (Russia)। মস্কোর এই পদক্ষেপের পরই কড়া অবস্থান নিল আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আশঙ্কা যত জোরাল হচ্ছে, ততই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। গতকাল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ইউক্রেন থেকে প্রথম ধাপে দেশে ফেরেন ২৪২ জন ভারতীয়। এখনও ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের ফেরাতে কিয়েভে পাঠানো হচ্ছে আরও ৩টি বিমান।