(Source: ECI/ABP News/ABP Majha)
Russia Ukraine War: রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা মারিউপোলে, অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক ।Bangla News
ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি সরকারের অভিযোগ, মারিউপোলের বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভিতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। সেখানে তাঁদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। মারিউপোল থেকে যাঁরা বেরোতে পেরেছেন, তাঁদেরও অধিকৃত এলাকায় রাশিয়ার সেনা জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ। এমনকী, ইউক্রেনের ওই বাসিন্দাদের খাবার ও জল দেওয়াও হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া মারিউপোলের থিয়েটার ভবনে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন। তাঁদের বের করার জন্য উদ্ধারকাজ চলছে। মারিউপোলের রাস্তায় রাস্তায় চলছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনার লড়াই। সংঘর্ষের জন্য উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।