‘অপারেশন ডিনামাইট’, প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের স্বাস্থ্যে, পরিবেশবিদদের আশঙ্কা
৯ বছরের আইনি লড়াই শেষে ৯ সেকেন্ডেই মাটিতে মিশে গেল জোড়া অট্টালিকা। নয়ডার টুইন টাওয়ারের এই উত্থান-পতনে কতটা ক্ষতি হল পরিবেশের? পরিবেশবিদরা বলছেন, আরও সতর্কভাবে চালানো যেত ‘অপারেশন ডিনামাইট’।
দূষণের দাপট নিয়ে এমনিতেই চিন্তায় থাকেন দিল্লিবাসী। এদিন দুর্নীতির জোড়া ইমারত ভাঙার পরে ধুলোর ঝড়ে ঢেকে যায় চারপাশ। পরিবেশবিদদের আশঙ্কা, বিপুল পরিমাণ ধুলোর প্রভাবে দুষণের পাশাপাশি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের স্বাস্থ্যে।
বিশেষজ্ঞরা বলছেন, এই অপারেশন চালানোর আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল প্রশাসনের। এই ধুলোর মেঘের প্রভাব পড়বে পরিবেশে। হঠাত্ করে ঘটানো বিস্ফোরণে ক্ষতি হবে পাখিদের। প্রভাব পড়বে বাসিন্দাদের স্বাস্থ্যে।






















